নামজারী অনলাইন আবেদন। ই-নামজারী?


          নামজারী জমাভাগ কি। নামজারী                 সংক্রান্ত পরিপত্র 


নামজারী

মিউটেশন (Mutation) ইংরজী শব্দের বাংলা শব্দ হল পরিবর্তন। এখানে খতিয়ানে লেখনভুক্ত করা বা জমিজমার ভাগ বা পরিবর্তনকে বুঝায়। পূর্বেই বলা হয়েছে যে প্রতি মৌজার জরিপ বিভাগ কর্তৃক খতিয়ান প্রস্তুত করার পর নানা স্তরে ইহার পরীক্ষা নিরীক্ষার পর খতিয়ানগুলোকে সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্তভাবে ঘোষমা করে থাকেন।


নামজারী কি ও কেন

নামজারী না করার অপকারীতা কি কি 


মালিকগনের নাম সংশ্লিষ্ট ভূমি অফিসের রেকর্ড থেকে বাদ দিয়ে আপনার নামে রেকর্ড করতে হবে। নচেৎ পূর্বের মালিক বা মালিকগন আপনার হ্মতি করতে পারে 


মিউটেশন করতে কি কি কাগজ পত্র লাগে

ই- নামজারী বা ( mutation) করতে আপনার যে ডকুমেন্টস বা কাগজ পত্র লাগবে :

১) মূল দলিলের সার্টিফাইড কপি 

২) মূল খতিয়ানের ফটোকপি 

৩) ভূমি উন্নয়ন কর খাজনার ফটোকপি 

৪) আবেদনকারীর এক কপি ছবি

৫) আবেদনকারীর ন্যাশনাল আই ডি কার্ড 

ওয়ারিশ সূত্রে আবেদন করতে হলে উপরের ডকুমেন্টস গুলোর সাথে ওয়ারিশ সনদ যুক্ত করতে হবে।


ই-নামজারী কি ভাবে করবেন 

নামজারী মিউটেশন


নামজারী আবেদন করতে আপনার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অফিসে উপরে উল্লেখিত ডকুমেন্টস গুলো নিয়ে আবেদন করতে হবে। ঐখান থেকে ইউনিয়ন ভূমি অফিসে পেরন করবে। ইউনিয়ন ভূমি অফিস থেকে খতিয়ান রেডি করে উপজেলা ভূমি অফিসে পেরন করবে এবং উপজেলা ভূমি অফিস থেকে ডি সি আর কেটে খতিয়ান নিতে পারবেন।


নামজারী করার উপকারীত

নামজারী করে যে খতিয়ার সৃজন করা হয় সে খতিয়ান দিয়ে আপনি ভূমি উন্নয়ন কর খাজনা আদায় করতে পারবেন। রেকর্ডে পূর্বের মালিকের নাম আর থাকবেনা। 


         নামজারীর আবেদন ফি - ১১৭০ টাকা

        জমির মিউটেশন ফি - ১১৭০ টাকা


জমির মিউটেশন ফরম

নামজারী/ মিউটেশন ফর্ম




নামজারী অনলাইন আবেদন 

এই সংশ্লিষ্ট ফর্মে অনলাইন ই-নামজারী বা মিউটেশন করতে ক্লিক করুন। 





নামজারীর সর্ব শেষ অবস্থা জানার উপায় 

১) বিভাগ নির্বাচন করুন

২) আবেদন আইডি লিখুন 

৩) জাতীয় পরিচয় পত্র নম্বর 

৪) যোগ করুন 

৫) খজুন ক্লিক করতে হবে


নামজারী চেক

অবস্তা জানতে Clink here


অনলাইন খতিয়ান 

খতিয়ান যাচাই

ই- পর্চা বা বা খতিয়ান ডানলোড করার নিয়ম 





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post