১ শতক জমির পরিমাপ। জমির হিসাব বের করার নিয়ম

ফিতা দিয়ে জমি পরিমাপ 

এক নজরে কানি গন্ডার হিসাব

১) ১৭২৮০ বর্গফুট = ১ কানি

২) ১৬১৯ বর্গমিটার = ১ কানি 

৩) ৪০০০০ বর্গলিংক = ১ কানি 

৪) ৭৬৮০ বর্গহাত = ১ কানি 

৫) ১০৩৬ বর্গগজ = ১ কানি 

৭) ০৪ একর = ১ কানি

৮) ৪৩৫.৬ বর্গফুট = ১ শতক


জমির হিসাব অনলাইন ক্যালকুলেটর

বর্গফুট হিসাবে কানি গণ্ডার সূত্র ( দেশিয় হিসাব)

১) ১৭২৮০ বর্গফুট = ১ কানি বা ২০ গন্ডা ( ৮ হাতি নলের মাপে) 

২) ৯৬৪ বর্গফুট = ১ গন্ডা বা ৪ কড়া 

৩) ২১৬ বর্গফুট = ১ কড়া বা ৩ ক্রান্তি / কষ্ঠ।

৪) ৭২ বর্গফুট = ১ ক্রান্তি বা ২০ তিল।

৫) ৩.৬ বর্গফুট = ১ তিল

জমির হিসাব ক্যালকুলেটর

বর্গফুট হিসাবে একর শতকের সূত্র 


১) ১ চেইন = ৬৬ ফুট।

২) ১০ বর্গ চেইন = ৬৬*৬৬০ বা ১ একর =  ৪৩৫৬০ বর্গফুট। 

৩) ১ একর বা ১০০ শতক = ৪৩৫৬০ বর্গফুট।

৫) ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট । 


জমির কাঠা হিসাব

বর্গলিংক হিসাবে একর শতকের হিসাব


১) ১ চেইন = ১০০ লিংক।

২) ১ শতক = ১০০০ বর্গলিংক। 


বর্গলিংক হিসাবে কানি গণ্ডার সূত্র  


১) ১ কানি বা ২০ গন্ডা = ৪০,০০০ লিংক 

1কাঠা = কত শতক

বগলিংক হিসাবে কানি গণ্ডার সূত্র 


১) ১ কানি বা ২০ গন্ডা = ৪০,০০০ বর্গলিংক

২) ১ গন্ডা বা ৪ কড়া = ২,০০০ বর্গলিংক

৩) ১ কড়া বা ৩ ক্রান্তি = ৫০০ বর্গলিংক

৪) ১ ক্রান্তি বা ২০ তিল = ১৬৬.৬৬ বর্গলিংক

৫) ১ তিল = ৮.৩৩ বর্গলিংক


বর্গহাত হিসাবে ৮ হাতি নলের কাচ্চা কানির সূত্র


১) ১ কানি বা ২০ গন্গা = ৭৬৮০ বর্গহাত

২) ১ গন্ডা বা ৪ কড়া = ৩৮৪ বগহাত 

৩) ১ কড়া বা ৩ ক্রান্তি = ৯৬ বর্গহাত 

৪) ১ ক্রান্তি বা ২০ তিল = ৩২ বর্গ হাত

৫) ১ তিল = ১.৬ বর্গহাত


কড়া গন্ডার হিসাব বাহির করার সূত্র 

বর্গফুট হিসাবে ৮ হাতি নলের কানি গন্ডার সূত্র


১) ১ কানি বা ২০ গন্ডা = ১৭২৮০ বর্গফুট 

২) ১ গন্ডা বা ৪ কড়া = ৯৬৪ বর্গফুট 

৩) ১ কড়া বা ৩ ক্রান্তি = ২১৬ বর্গফুট 

৪) ১ কন্ঠ বা ৬ দন্ত = ৭২ বর্গফুট 

৫) ১ দন্ত বা ৭ ধুল = ১২ বর্গফুট 

৬) ১ ধুল বা ৩০ রেণু = ১.৭১ বর্গফুট 

১ রেণু = ০.০৫৭ বর্গফুট 


১ ক্রান্তি কত শতাংশ


বর্গগজ হিসাবে কানি গন্ডার সূত্র 


১) ১ কানি বা ২০ গন্ডা = ১৯৩৬ বর্গগজ

২) ১ গন্ডা না ৪ কড়া = ৯৬.৮ বর্গগজ

৩) ১ কড়া বা ৩ ক্রান্তি = ৪২.২ বর্গগজ

৪) ১ ক্রান্তি বা ২০ তিল = ৮.০৬ বর্গগজ

৫) ১ তিল =. ৪০ বর্গগজ


আনা গন্ডা কড়া ক্রান্তি হিসাব pdf

বর্গমিটার হিসাবে কানি গণ্ডার সূত্র 


১) ১) ১ কানি বা ২০ গন্ডা = ১৬০৫ বর্গমিটার 

২) ১ গন্ডা না ৪ কড়া = ৮০.২৫ বর্গমিটার

৩) ১ কড়া বা ৩ ক্রান্তি = ২০.০৬ বর্গমিটার

৪) ১ ক্রান্তি বা ২০ তিল = ৬.৬৮ বর্গমিটার

৫) ১ তিল =.৩৩৪ বর্গমিটার


আরো পড়োন

নামজারী অনলাইন আবেদন 


ভূমি জরিপ কাকে বলে 


জমি কেনার আগে যা যা দেখতে হবে 


ই- সেবা পেতে এই লিংকে ক্লিক করুন 


অনলাইনে যে কোন মৌজার যে কোন খতিয়ান ঘরে বসে বের করতে ক্লিক করুন। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post