ভূমি উন্নয় কর অনলাইনে রেজিস্ট্রেশন ও ভূমি উন্নয়ন কর নিবন্ধন:

ভূমি উন্নয় কর অনলাইনে রেজিস্ট্রেশন ও ভূমি উন্নয়ন কর নিবন্ধন:

ভূমি উন্নয়ন কর/খাজনা প্রদানের ধাপসমূহ:

 ১। www.ldtsx.gov.bd এই লিংকটি যে কোন ব্রাউজারে লিখে প্রবেশ করুন। যেমন:- গুগন ক্রোম, গুগল, ফায়ারফক্স ইত্যাদি ব্রাউজার।

ভূমি উন্নয়ন কর নিবন্ধন



 ২। নাগরিক কর্ণর: বাটনে ক্লিক করুন

 ৩।নিবন্ধনের জন্য নাগরিক নিবন্ধনে ক্লিক করতে হবে। 

৪।এর পর মোবইল নাম্বার ও জাতীয় জরিচয় পত্র এবং জন্ম তারিখ দিয়ে পরবর্তী পদক্ষেপ ক্লিক করতে হবে। এবং আপনার মোবাইলে একটি ওটিপি আসবে।

 ৫। ওটিপি লেখার স্থানে ওটিপি লিখুন এবং ছয় থেকে এর অধিক ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করে নিন। 

৬। লগইন করার জন্য: নাগরিক লগইন বাটনে প্রবেশ করুন।

 ৭। ড্যাশবোর্ড ভূমি উন্নয়ন কর ( গ্রাফিক্যাল ড্যাশবোর্ড) 

৮। প্রোফাইল।

 ৯। খতিয়ান।

 ১০। হোল্ডিং।

১১। দাখিলা।

 ১২। জিজ্ঞাসা।

 ১৩। আপত্তি। 

১৪। পাসওয়ার্ড পরিবর্তন।

 ১৫। লগ-আউট।

ভূমি উন্নয় কর খাজনা



 ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি:

  উল্লেখিত উপরের ১-৫ (এক থেকে) পাঁচ নং কাজ সম্পন্ন করলে আপনার ভূমি উন্নয়ন কর ও ভূমি উন্নয়ন নিবন্ধন কাজ শেষ হবে। এর পর আপনার নিবন্ধিত একাউন্টে লগইন করে খতিয়ান অপশনে ক্লিক করে খতিয়ান যুক্ত করতে হবে।খতিয়ান অপশনে প্রবেশ করলে আপনার সামনে এমন একটি পেজ আসবে। যেখানে:- লেখা থাকবে নতুন খতিয়ান যুক্ত করুন: বিভাগ নির্বাচন করুন। জেলা সিলেক্ট করতে হবে। উপজেলা/সার্কেল মৌজা সর্বশেষ খতিয়ান হোল্ডিংসংযুক্ত ( খতিয়ান অথবা দাখিলা) একটি ছবি আপলোট করতে হবে। মালিকের ধরন নিজ উত্তারাধিকার সর্বশেষ সংরক্ষন ক্লিক করতে হইবে। 

অনলাইনে খাজনা/কর দেওয়ার নিয়ম



ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ:

 উপরোক্ত সকল কাজ সম্পূর্ণরূপে শেষ করার পর আপনাকে হোল্ডিং অপশনে প্রবশে করে আপনি যে খতিয়ানের খাজনা পরিশোধ করার জন্য আবেদন করেছেন ঐ খতিয়ানের সকল তথ্য দেখা যাবে।যেমন:- মৌজার নাম হোল্ডিং নং মালিকের নাম মোবাইল নাম্বার খতিয়ান নং দাগ নাম্বার সর্বশেষ কর পরিশোধের সাল স্ট্যাটাস পদক্ষেপ অপেক্ষমান/অনুমোদিত বিস্তারিত বিস্তারিত এ ক্লিক করলে আপনার খাজনার দাখিলা পাবেন। যেখানে লিখা থাকবে ভূমি উন্নয়ন করের তথ্য। আপনার কোন ভূল হলে এইখান থেকে সংশোধনের জন্য আপত্তি করতে পারবেন। অপেক্ষমান থাকলে সংশ্লিষ্ট ভূমি অফিসে যোগাযোগ করতে হবে।

অনলাইন খাজনা



 ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ ডাউনলোড: 

আপনার উপরের সব কার্যাদি সম্পন্ন হলে নিবন্ধিত একাউন্টে লগইন করে দাখিলা অপশনে প্রবেশ করে ভূমি উন্নয়ন কর পরিশোধিত রশিদ ডাউনলোড করতে পারবেন।যেমন:- 

খাজনা পারশোধ রশিদ ডাউনলোড



জমির খাজনা ‍দিতে কি কি কাগজ লাগে:

 পূর্বে জমির খাজনা পরিশাধ করার জন্য সংশ্লিষ্ট ভূমি অফিসে গিয়ে দিতে হতো কিন্তু বর্তমানে ঘরে বসেই নিজের মোবাইল দিয়ে ভূমি উন্নয়ন কর খাজনা দেওয়া যায়। 

(ক) জমির অবস্থান অনুযায়ী মৌজার দরে প্রতি শতক জায়গার কর/খাজনার নির্ধরন করে থাকেন।

 (খ) ভূমির খতিয়ান নাম্বার লাগবে।

 (গ) ঐ খতিয়ানের দাগ নম্বর ।

 (ঘ) জমির শ্রেণী।

 (ঙ) এন আই ডি কার্ড।

 (চ) জমির পরিমান।

 (ছ) মোবাইল নাম্বার 

(জ)জে.এল নং। 

(ঝ) রে.সা.নং।

 জমিন খাজনা চেক করার নিয়ম

 জমির খাজনা চেক করার জন্য প্রথমে idtax.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর “পেমেন্ট” অপশনে ক্লিক করুন এবং বিভাগ ,জেলা ও থানা এবং মৌজা নির্বাচন করে হোল্ডিং নং প্রদান করে অনুসন্ধানে ক্লিক করে জমির খাজনা জানতে পারবেন। বর্তমানে খাব সহজেই মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে জমি/ভূমির খাজনার সকল তথ্য চেক করা যায়। তাছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে জমি/ভূমির খাজনার সকল তথ্য যাচাই করতে পারবেন। এবং বর্তমানে খুব দ্রুত এবং সহজে ঘরে বসে idtax.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে সকল তথ্য জানতে পারবেন।

 ভূমি উন্নয়ন রক কি? 

কোন জমি ভোগ দখালেস সুবিধা গ্রহনের জন্য সরকারকে প্রতি বছর যে টাকা প্রধান করা হয় তাকে ভূমি উন্নয় কর কলে।

খাজনা কত টাকা শতক


প্রতি শতক খাজনার দাম কত



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post