ট্রাফিক আইন ২০২৪! মোটরযান আইন?


  ট্রাফিক আইন ২০২৪

  ট্রাফিক আইন ২০২৪

র্ট্রাফিক আইন অমান্য কারী ব্যাক্তির সাজা ও জরিমানা কেমন হবে তা নিচে বিস্তারিত আলোচনা করা হলোঃ-

কোন ব্যাক্তি যদি ভুয়া লাইসেন্স, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, ট্রাফিক সংকেত অমান্য, অতিরিক্ত গতিতে গাড়ি চালাই, অবৈধ পার্কিং, উল্টো পথে চলা, হেলমেট না থাকলে যততত্র রাস্তা পারাপার, সিটবেল্ট না বাঁধলে, চালক ফোনে কথা বলা ইত্যাদি অপরাধের অর্থ দন্ড ও কারাদন্ড কেমন হবে নতুন ও পুরাতন আইনের তা কেমন হবে নিচে উল্লেখ করা হলো।

লেইসেন্স ছাড়া গাড়ির জন্য == পুরাতন আইনে সর্বোচ্ছ 500 টাকা বা 4 মাস জেল এবং নতুন আইনে সর্বোচ্ছ 25,000/- টাকা বা 6 মান জেল।
ভুয়া লাইসেন্স থাকলে ট্রাফিক পুলিশ নতুন আইনে 1-5 লাখ টাকা বা 6 মাসের জেল এবং পুরান আইনে সর্বোচ্ছ 500/- টাকা বা 4 মাসের জেল।
রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ট্রাফিক পুলিশ নতুন আইনে সর্বোচ্ছ 5 লাখ টাকা বা 6 মাসের জেল এবং পুরাতন আইনে 200/- টাকা বা 3 মাসের জেল হবে।
ফিটনেজবিহীন গাড়ির জন্য নতুন ট্রাফিক সর্বোচ্ছ 25000/- টাকা বা 6 মাস জেল ও পুরাতন ট্রাফিক আইনে 2000/- টাকা বা 3 মাসের জেল হতে পারে।
ট্রাফিক সংকেত অমান্য করলে পুরানো আইনে 200 টাকা অর্থ দন্ড ও নতুন নিয়মে সর্বোচ্ছ 10,000/- দশ হাজার টাকা অর্থ দন্ড করতে পারবেন।
অতিরিক্ত গতিতে গাড়ি চালালে পুরাতন ট্রাফিক আইনের মাধ্যমে 300 তিনশত টাকা অর্থদন্ড ও নতুন ট্রাফিক আইনে সর্বোচ্ছ 10,000/- দশ হাজার টাকা জরিমানা করতে পারে।
অবৈধ পার্কিং করলে ট্রাফিক পুলিশ 200 টাকা জরিমানা বা সর্বোচ্ছ 10000 হাজার টাকা জরিমান করতে পারে।
হেলমেট না থাকলে 200 দুইশত টাকা বা সর্বোচ্ছ 10,000/- দশ হাজার টাকা অর্থদন্ড করতে পারেন ট্রাফিক পুলিশ।
চালক ফোনে কথা বললে ট্রাফিক পুলিশ 200 টাকা বা সর্বোচ্ছ 5000/- পাঁচ হাজার টাকা জরিমানা করতে পারে।
সিটবেল্ট না থাকলে সর্বনিম্ন 200 দুইশত টাকা বা সর্বোচ্ছ 5000/- টাকা জরিমানা করতে পারে ট্রাফিক পুলিশ।
যততত্র রাস্তা পারাপারের সময় ট্রাফিক পুলিশ সর্বনিম্ন 200/- টাকা ও সর্বোচ্ছ 5000/- টাকা জরিমান করতে পারেন।

ট্রাফিক আইনের কোন অপরাধের কী শাস্তি


1983 সালের মোটরযান আইন অনুযায়ী কোন অপরাধে কী শাস্তি তা নিচি সংক্ষেপে তুলে ধরা হলোঃ-

নিষিদ্ধ হর্ন/হাইড্রোলিক হর্ন ব্যবহারে 100 একশত টাকা জরিমান (ধারা-139)
ওয়ানওয়ে সড়কে বিররীত দিক/উল্টো দিকে গাড়ি চালালে 200 দুইশত টাবা বা সর্বোচ্ছ 10,000 টাকা জরিমানা ধারা 140(2)
আদেশে অমান্য বাধা সৃষ্টি ও তথ্য প্রদানে অস্বীকৃতি জানালে 400 চারশত টাকা জরিমানা ধারা-140(1)
প্রকাশ্যে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে 500/- টাকা জরিমানা (ধারা-157)
অনুমতি ব্যতীত গাড়ি চালানো 750 টাকা জরিমানা (ধারা-156)
বীমা ব্যতীত গাড়ি চালানো 750/- টাকা জরিমানা (ধারা-155)

আরো পড়ুন


সড়ক পরিবহন আইন জানতে 

১ শতক জমির পরিমাপ। জমির হিসাব বের করার নিয়ম

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post