জমির হিসাব, আনা গন্ডা কড়া ক্রান্তি তিল, শতাংশ

 জমির হিসাব, আনা গন্ডা কড়া ক্রান্তি তিল, শতাংশ 

আজকে আমরা জানব জমির হিসাব বের করার নিয়ম। আপনারা খুব সহজে জমির যে কোন হিসাব বের করতে পারবেন এই পোস্ট মনযোগ গিয়ে পড়লে।

জমির হিসাব, আনা গন্ডা কড়া ক্রান্তি তিল, শতাংশ

জমির পরিমাপ

জমির পুরাতন দলিল বের করারি উপায়


বর্গগজ থেকে একর, কাঠা, শতাংশ, ছটাক, বর্গমিটার হিসাব বের করার নিয়ম


  • ৪৮৪০ বর্গগজ = ১ একর

  • ৪৩৫৬০ বর্গগজ = ১ একর

  • ১৬১৩ বর্গফুট = ১ বিঘা

  • ১৪৫২০ বর্গগজ = ১ বিঘা

  • ৮০.১৬ বর্গফুট = ১ বিঘা

  • ৭২১.৪৬ বর্গগজ = ১ কাঠা

  • ৪৮.৪০ বর্গগজ = ১ শতাংশ

  • ৪৩০.৫০ বর্গফুট = ১ শতাংশ

  • ৫.০১ বর্গগজ = ১ ছটাক

  • ৪৫.০৯ বর্গফুট = ১ ছটাক

  • ১.১৯৬ বর্গগজ = ১ বর্গমিটার

  • ১০.৭৬ বর্গফুট = ১ বর্গমিটার


জমির পরিমাপ লিংক হিসাব


  • 1 লিংক = 7.92 ইঞ্চি

  • 5 লিংক = 3 ফুট = 3.6 ইঞ্চি

  • 10 লিংক = 6 ফুট = 7.2 ইঞ্চি


অনা গন্ডার হিসাব


  1.  20 তিল = 1 ক্রান্তি

  2. 3 ক্রান্তি = 1গন্ডা

  3. 20 আনা = 1টাকা বা 64 পয়সা


কানি গন্ডার হিসাব


  1. 20 গন্ডা = 1 কানি

  2. 16 কানি = 1 দ্রোন

  3. 20 গন্ডা = পন

  4. 16 পর = কাহন


রেনু ধুনের হিসাব


  1. 30 রেনু = 1 ধুন

  2. 4 ধুল = 1 দন্ত

  3. 6 দন্ত = 1 কষ্ঠ/কান্তি

  4. 1 দন্ত = 12 ফুট


একর শতকের হিসাব


  • ১ (এক) একর = ১০ বর্গ চেইন।

  • ১ (এক) একর = ১০০ শতক।

  • ১ একর = ৩৩৫৬০ বর্গফুট।

  • ১ একর =১৯৩৬০ বর্গহাত।

  • ১ (এক) একর = ৪৮৪০ বর্গগজ।

  • ১ (এক) একর = ৪০৪৭ বর্গমিটার।

  • ১ একর = ১,০০,০০০ বর্গলিংক।

  • ১ (এক) একর = ৩ বিঘা ৮ ছটাক।

  • ১ (এক) একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতকের কানিতে)।


রর্গগজ হিসাবে কানি গন্ডার হিসাব


  • ১ কানি বা ২০ গন্ডা = ১৯৩৬ বর্গগজ

  • ১ গন্ডা  বা ৪ কড়া = ৯৬.৮ বর্গগজ

  • ১ কড়া বা ৩ ক্রান্তি = ২৪.২ বর্গগজ

  • ১ ক্রান্তি বা ২০তিল = ৮.০৬ বর্গগজ

  • ১ তিল = .৪০ বর্গগজ



এক নজরে কানি গন্ডার হিসাব

১. ১৭২৮০ বর্গফুট = ১ কানি

২.  ১৬১৯ বর্গমিটার = ১ কানি 

৩.  ৪০০০০ বর্গলিংক = ১ কানি 

৪.  ৭৬৮০ বর্গহাত = ১ কানি 

৫.  ১০৩৬ বর্গগজ = ১ কানি 

৬.  ০৪ একর = ১ কানি


বর্গফুট হিসাবে কানি গণ্ডার সূত্র ( দেশিয় হিসাব)


১) ১৭২৮০ বর্গফুট = ১ কানি বা ২০ গন্ডা ( ৮ হাতি নলের মাপে) 

২) ৯৬৪ বর্গফুট = ১ গন্ডা বা ৪ কড়া 

৩) ২১৬ বর্গফুট = ১ কড়া বা ৩ ক্রান্তি / কষ্ঠ।

৪) ৭২ বর্গফুট = ১ ক্রান্তি বা ২০ তিল।

৫) ৩.৬ বর্গফুট = ১ তিল


বর্গফুট হিসাবে একর শতকের হিসাব


১. ১ চেইন = ৬৬ ফুট।

২. ১০ বর্গ চেইন = ৬৬*৬৬০ বা ১ একর =  ৪৩৫৬০ বর্গফুট। 

৩.  ১ একর বা ১০০ শতক = ৪৩৫৬০ বর্গফুট।

৪.  ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট । 


বর্গলিংক হিসাবে একর শতকের হিসাব


১.  ১ চেইন = ১০০ লিংক।

২.  ১ শতক = ১০০০ বর্গলিংক। 


বর্গলিংক হিসাবে কানি গণ্ডার সূত্র  


১.  ১ কানি বা ২০ গন্ডা = ৪০,০০০ লিংক 


বগলিংক হিসাবে কানি গণ্ডার সূত্র 


১) ১ কানি বা ২০ গন্ডা = ৪০,০০০ বর্গলিংক

২) ১ গন্ডা বা ৪ কড়া = ২,০০০ বর্গলিংক

৩) ১ কড়া বা ৩ ক্রান্তি = ৫০০ বর্গলিংক

৪) ১ ক্রান্তি বা ২০ তিল = ১৬৬.৬৬ বর্গলিংক

৫) ১ তিল = ৮.৩৩ বর্গলিংক


বর্গহাত হিসাবে কাচ্চা কানির সূত্র


১) ১ কানি বা ২০ গন্গা = ৭৬৮০ বর্গহাত

২) ১ গন্ডা বা ৪ কড়া = ৩৮৪ বগহাত 

৩) ১ কড়া বা ৩ ক্রান্তি = ৯৬ বর্গহাত 

৪) ১ ক্রান্তি বা ২০ তিল = ৩২ বর্গ হাত

৫) ১ তিল = ১.৬ বর্গহাত


জমির হিসাব, আনা গন্ডা কড়া ক্রান্তি তিল, শতাংশ



বর্গফুট হিসাবে কানি গন্ডার হিসাব


১.  ১ কানি বা ২০ গন্ডা = ১৭২৮০ বর্গফুট 

২. ১ গন্ডা বা ৪ কড়া = ৯৬৪ বর্গফুট 

৩. ১ কড়া বা ৩ ক্রান্তি = ২১৬ বর্গফুট 

৪.  ১ কন্ঠ বা ৬ দন্ত = ৭২ বর্গফুট 

৫.  ১ দন্ত বা ৭ ধুল = ১২ বর্গফুট 

৬.  ১ ধুল বা ৩০ রেণু = ১.৭১ বর্গফুট 

৭.  ১ রেণু = ০.০৫৭ বর্গফুট 


বর্গগজ হিসাবে কানি গন্ডার হিসাব


১.  ১ কানি বা ২০ গন্ডা = ১৯৩৬ বর্গগজ

২.  ১ গন্ডা না ৪ কড়া = ৯৬.৮ বর্গগজ

৩. ১ কড়া বা ৩ ক্রান্তি = ৪২.২ বর্গগজ

৪.  ১ ক্রান্তি বা ২০ তিল = ৮.০৬ বর্গগজ

৫.  ১ তিল =. ৪০ বর্গগজ


বর্গমিটার হিসাবে কানি গণ্ডার হিসাব 


১. ১ কানি বা ২০ গন্ডা = ১৬০৫ বর্গমিটার 

২.  ১ গন্ডা না ৪ কড়া = ৮০.২৫ বর্গমিটার

৩. ১ কড়া বা ৩ ক্রান্তি = ২০.০৬ বর্গমিটার

৪.  ১ ক্রান্তি বা ২০ তিল = ৬.৬৮ বর্গমিটার

৫.  ১ তিল =.৩৩৪ বর্গমিটার


আরো পড়োন

নামজারী অনলাইন আবেদন 


জমি কেনার আগে যা যা দেখতে হবে 


ই- সেবা পেতে এই লিংকে ক্লিক করুন 


অনলাইনে যে কোন মৌজার যে কোন খতিয়ান ঘরে বসে বের করতে ক্লিক করুন। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post