আর এস খতিয়ান যাচাই অনলাইন/ www land gov bd খতিয়ান ডাউনলোড

 

আর এস খতিয়ান যাচাই অনলাইন/ www land gov bd খতিয়ান ডাউনলোড

আপনি কি আর এস খতিয়ান সম্পর্কে জানতে চান? তাহলে আপনি সঠিক স্থান নির্বাচন করেছেন। আমি ভুমি বিডির পক্ষ থেকে আর এস খতিয়ান সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত সকল বিষয়গুলো সহজভাবে আলোচনা করব। যা আপনি পড়লে অনেক উপকৃত হবেন আমি শতভাগ আশাবাদী। তো চলুল আর এস খতিয়ান সম্পর্কে আলোচনা শুরু করি।


আর এস খতিয়ান কি


খতিয়ান অর্থ হল হিসাব। সাধারণভাবে স্বত্ব সংরক্ষণ ও রাজস্ব আদায়ের উদ্দেশ্যে জরী বিভাগ কর্তৃক প্রত্যেক মৌজার ভূমির মালিক বা মালিকগণের নাম, পিতার নাম অথবা স্বামীর নাম, ঠিকানা, হিস্যা অংশ এবং তাদের স্বত্ত্বধীন দাগসমূহের নম্বরসহ ভূমির পরিমাণ, শ্রেণী, এদের জন্য দেয় খাজনা ইত্যাদি বিবরণ সহ প্রত্যেকটিকে খতিয়ান বলা হয় এবং উক্ত রেকর্ডকে স্বত্ত্বের বেকর্ড বা রেকর্ড অব রাইটস বলা হয়।


নতুন নিয়মে  আর এস খতিয়ান অনলাইনে চেক করার উপায়


আর এস খতিয়ান, আর এস খতিয়ান অনলাইনে চেক  করতে নিচের তথ্যগুলো সর্ম্পূণ পূরণ করে চেক করতে পারবেন ।


আর এস খতিয়ান,অনলাইনে আর এস খতিয়ান চেক করতে নিচের নির্দেশনাগুলো ফলো করুন।এবং খতিয়ান ডউনলোট করতে পারবেন।চিত্রের মাধ্যমে দেখানো হলো।

নতুন নিয়মে  আর এস খতিয়ান অনলাইনে চেক করার উপায়

  • বিভাগ নির্বাচন করুন।

  • জেলা সিলেক্ট করতে হবে।

  • উপজেলা নির্বাচন।

  • মৌজা নির্বাচন করুন।

  • খতিয়ান নং দিয়ে 

খুজুন ক্লিক করলে আপনার খতিয়া বের হবে এবং অধিক অনুসন্ধান ক্লিক করলে আপনার খতিয়ানের বিস্তারিত তথ্য দেখা যাবে।


আর এস রেকর্ড ভূমি সেবা 


আর এস রেকর্ড কোথা থেকে যাচাই করতে পারবেন এবং বিভাবে খতিয়ান ডাউনলোড করতে পারবেন।সকল তথ্য নিচে বিস্তারিত আলোচনা করা হলো:


সংশ্লিষ্ট ভুমি অফিস এবং এসিল্যান্ড অফিস থেকে আপনার আর এস খতিয়ানের দাগ ও নম্বর জানতে পারবেন।এবং অন্য সকল তথ্য জানতে পারবেন জেলা রেকর্ড রুম থেকে।


  • চূড়ান্ত প্রকাশনাকালীন সরকার নির্ধারিত মূল্যে পরিশোধ সাপেক্ষে উপজেলা সেটেলমেন্ট অফিসের আওতাধীন খতিয়ান চূড়ান্ত প্রকাশনা ক্যাম্প হতে সংগ্রহ কর যায়।

  • চূড়ান্ত প্রকাশনা সমাপনান্তে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের দপ্তরে রেকর্ড হস্তান্তর করা হয়।

  • রেকর্ড হস্তান্তরের পর জেলা প্রশাসকের রেকর্ড রুম থেকে খতিয়ানের সার্টিফােইড কপি বা পর্চা সংগ্রহ করা যায়।

  • সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক রেকর্ডের কাস্টডিয়ান।

  • জেলা প্রশাসকের রেকর্ড রুম ছাড়া অর্ন কোন দপ্তর হতে খতিয়ানের সার্টিফাইড কপি বা পর্চা সংগ্রহের সুযোগ নেই।


আর এস খতিয়ান যাচাই করার নিয়মাবলী


আর এস খতিয়ান যাচাই করার জন্য আপনাকে সর্ব প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনার একটি স্মার্ট ফোন বা ল্যাপটপ, কম্পিউটার হাতে থাকতে হবে এবং আর এস খতিয়ান চেক করতে একটি সরকারী ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।এবং প্রবেশ করে নিচের তথ্যগুলো পূরণ পূরণ করে খতিয়ান দেখতে ও দেখতে পারবেন।

সার্ভে খতিয়ান অনুসন্ধান ক্লিক করেন



আর এস খতিয়ান যাচাই করার নিয়মাবলী


  •  বিভাগ নির্বাচন করুন

  •   জেলা নির্বাচন করতে হবে

  •  উপজেলা নির্বাচন করে 

  • খতিয়ান নং টাইপ করুন 

  •  মৌজা লিখে 

  • খতিয়ানের তালিকা 

উপরের তথ্য সম্পূর্ণ পূরন করে খুজুন ক্লিক করে আপনার খতিয়ান দেখুন।


আর এস রেকর্ড সংশোধন করার উপায়


আর এস রেকর্ড সংশোধন করা যয় দেওয়ানী মোকদ্দমার রায় ডিক্রীর মাধ্যমে।

আর এস রেকর্ড সংশোধন করতে হলে আদালতে দেওয়ানী মামলা/ মোকদ্দমা করে আদালতের রায় পেলে আর এস এস রেকর্ড সংশোধন করা যাবে।তাছাড়া আর এস রেকর্ড সংশোধন করা সম্ভব হবে না।

আর এস রেকর্ড সংশোধনীর জন্য আদালতে মামলা/মোকদ্দমা দ্বায়ের করলে আদালতের রায় পেতে অনেক সময় লাগবে।কত দিনের মধ্যে বা কত বছরের মধ্যে আদালতের রায়/ডিক্রী পাবেন কোন উকিল সঠিক ভাবে বলতে পারবেনা।

তবে আপনার জায়গার কাগজপত্র সঠিক থাকলে এবং দখল খাকলে কম সময়ের মধ্যে আদালতের রায় পেতে পারেন।  

আরো পড়ুন

ই নামজারি/অনলাইন খতিয়ান চেক করার নিয়ম

ভুমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি অনলাইন




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post