ই নামজারি/অনলাইন খতিয়ান চেক করার নিয়ম

 ই নামজারি/অনলাইন খতিয়ান চেক করার নিয়ম

ই নামজারি/অনলাইন খতিয়ান চেক করার নিয়ম

আপনারা ই নামজারী বা নামজারি খতিয়ান অনলাইন চেক  করতে নিচের তথ্যগুলো পূরণ করে ই নামজারি বা অনলাইন খতিয়ান চেক করতে পারবেন ।


ই নামজারি বা অনলাইন নামজারি খতিয়ান চেক করতে নিচের নির্দেশনাগুলো ফলো করুন।এবং খতিয়ান ডউনলোট করতে পারবেন।

ই নামজারি খতিয়ান চেক করুন


  1. বিভাগ নির্বাচন করুন।

  2. জেলা সিলেক্ট করতে হবে।

  3. উপজেলা নির্বাচন।

  4. মৌজা নির্বাচন করুন।

  5. খতিয়ান নং দিয়ে 

খুজুন ক্লিক করলে আপনার খতিয়া বের হবে এবং অধিক অনুসন্ধান ক্লিক করলে আপনার খতিয়ানের বিস্তারিত তথ্য দেখা যাবে।


ই খতিয়ান যাচাই


ই খতিয়ান যাচাই করার জন্য আপনাকে সর্ব প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনার একটি স্মার্ট ফোন হাতে থাকতে হবে এবং ই খতিয়ান চেক করতে এই সরকারী ওয়েব সাইটে প্রবেশ করুন। প্রবেশ করে নিচের তথ্যগুলো পূরণ করে খতিয়ান দেখতে ও মোবাইলে সেভ করতে পারবেন।

অনলাইন খতিয়ান যাচাই করুন

ই খতিয়ান যাচাই

উপরের তথ্য সম্পূর্ণ পূরন করে খুজুন ক্লিক করে আপনার খতিয়ান দেখুন।


আপনার খতিয়ান দেখতে পারবেন।বর্তমানে সাবেক খতিয়ান সম্পূর্ণ ভাবে অনলাইলে আপডেট আনতে পারেনি।যারা আগের খতিয়ান অনলাইনে পাচ্ছেন না তারা বুঝবেন আপনার বা আপনাদের এরিয়ার খতিয়ান ও দাগের তথ্য অনুন্ধান করার জন্য আপডেট করেনি। অনলাইনের মাধ্যমে খতিয়ান তথ্য আপডেট না করলে সংশ্লিষ্ট/ আপনাদের ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করতে হবে। ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনার ই নামজারি খতিয়ানের সকল তথ্য জানতে পারবেন।


খতিয়ান দেখুন


ই খতিয়ান যাচাই করার পদ্ধতি, মোট চার ভাবে ই খতিয়ান যাচাই করা যাই। জমির ই খতিয়ান যাচাই করতে নিচের সকল ধাপ অনুসরন করতে হবে। নিচের একটি ধাপ পূরণ করতে ভুল হলে আপনার ই খতিয়ান/ই নামজারি বা নামজারি অনলাইন খতিয়ান দেখতে পারবেন না। 


খতিয়ান দেখুন


  • খতিয়ান নম্বর দিয়ে খতিয়ান যাচাই ও খতিয়ান তথ্য জানাযাই।

  • দাগ নং দিয়ে খতিয়ান অনলাইনে বের করা যাই।

  • জমির মালিকের নাম দিয়েও খতিয়ান যাচাই করা সম্ভব হবে।

  • জমির মালিকের পিতা/স্বামীর নাম দিয়ে খতিয়ান তথ্য যাচাই করা যাবে।

এই চারটি মাধ্যমে খতিয়ান যাচাই করা সম্ভব, খতায়ান যাচাই ক্লিক করুন।


অনলাইন খতিয়ান অনুসন্ধান করার নিয়ম


অনলাইন খতিয়ান বা  ই নামজারি খতিয়ান যাচাই করার জন্য আপনাকে ভূমি মন্ত্রনালয়ের  সরকারী ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।এই ওয়েব সাইটটি নিয়ন্ত্রন করে ভূমি ভূমি মন্ত্রনালয়। সারা বাংলাদেশের জন্য একই ওয়েব সাইট।এই ওয়েব সাইট থেকে আপনার অনলাইন খতিয়ান বা ই নামজারি খতিয়ান যাচাই/চেক ও আপনার মোবাইলে সেভ করতে পারবেন।

অনলাইন খতিয়ান অনুসন্ধান করার নিয়ম

ধাপ-১: ওয়েব সাইটে প্রবেশ করে মালিকের নাম দিয়ে নামজারী খতিয়ান যাচাই করতে    পারবেন।

 ধাপ-২: নামজারি খতিয়ানের মালিকের স্বামী/পিতার নাম লাগবে।

 ধাপ-৩: নামজারি খতিয়ানের নাম্বার প্রয়োজন হবে।

 ধাপ-৪: খতিয়ানের দাগ নং ।

 ধাপ-৫: সাবেক দাগ ও খতিয়ান নং লাগবে।

নামজারি খতিয়ান যাচাই ও নামজারি খতিয়ান চেক করতে হলে উপরোক্ত যে কোন একটি তথ্য্ প্রয়োজন হবে অথবা উরের সকল তথ্য দিয়ে আপনার নামজার খতিয়ান যাচাই করতে পারবেন।


অনলাইন খারিজ চেক করার নিয়ম


অনলাইন খারিজ চেক করতে হলে আপনার একটি মোবাইল থাকতে হবে। অনলাইন খারিজ চক করতে ঐই ফোনটিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনের কানেকশন থাকলেই আপনার অনলাইন খারিজ চেক করতে পারবেন। অনলাইন খরিজ চেক করতে আপনাকে একটি ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। ওয়েব সাইটে প্রবেশ করে নিচের দেওয়া তথ্য দিয়ে আপনার অনলাইন খরিজ চেক করতে পারবেন।

অনলাইন খারিজ চেক করার নিয়ম

  1. প্রথমে বিভাগ নির্বাচন করতে হবে।

  2. আবেদন আইডি লিখুন।

  3. জাতীয় পরিচয়পত্র নং ।

  4. যোগফল করতে হবে।

  5. খজুনে প্রবেশ করে  অনলাইন খারিজ চেক করতে হবে।


নামজারি খতিয়ান ডাউনলোড করার নিয়ম


নামজারি খতিয়ান ডাউনলোড করতে নিচের এই পাঁচটি ধাপ অনুসরণ করতে হবে। 

  1. বিভাগ নির্বাচন করুন।

  2. জেলা সিলেক্ট করতে হবে।

  3. উপজেলা নির্বাচন।

  4. মৌজা নির্বাচন করুন।

  5. খতিয়ান নং দিয়ে 

 আরো পড়ুন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post