নতুন পাসপোর্ট করলে কি কি লাগে ২০২৪! পাসপোর্ট করতে কত পাকা লাগে?

 নতুন পাসপোর্ট করলে কি কি লাগে ২০২৪! পাসপোর্ট করতে কত পাকা লাগে

নতুন ই-পাসপোর্ট করলে কি কি লাগে ২০২৪! ই পাসপোর্ট আবেদনের কত দিনের মধ্যে টাকা জমা দিতে হয়? আপনি কি জানেন?


নতুন পাসপোর্ট করলে কি কি লাগে - আজকে আমি আপনাদের সাতে শেয়ার করতে যাচ্ছি নতুন নিয়মে ই- পাসপোর্ট করতে কি কি লাগে এবং পাসপোর্ট আবেদনের কত দিনের মধ্যে টাকা জমা দিতে হয়। আপনার যারা নতুন ই-পাসপোর্টের বিষয়ে জানতে চাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় প্রশ্ন করেছেন। এই আর্টিকেলের মাধ্যমে তা জানতে পারবেন আশা করি আরটিকেলটি মনোযোগ সহকারে পড়লে আপনাদের আর কোন প্রশ্ন থাকবে না।


আসল ও জাল টাকা যে ভাবে চিনবেন


আপনাদের সুবিধারর্থে নিচে নতুন পাসপোর্ট করতে কি কি লাগে এবং ই-পাসপোর্ট আবেদনের কত দিনের মধ্যে টাকা জমা দিতে হয় সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি এই আর্টিকেলটি পড়লে আপনারা নতুন পাসপোর্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

বাংলদেশে পাসপোর্ট করতে কি কি লাগে
 


নতুন পাসপোর্ট করতে গেলে নিজেদেরকে অনেক ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয়। কারণ পাসপোর্ট করতে কি কি লাগে সেটা যদি জানা না থাকে তাহলে বিভিন্ন ধরনের ডকুমেন্টস নেওয়ার কথা বলে। তাই আপনারা যারা নতুন পাসপোর্ট করার জন্য আগে থেকেই জেনে নিলে সকল ডকুমেন্টস সাথে নিয়ে যেতে পারবেন এবং আপনাদের আর ভোগান্তি ও হয়রানির শিকার হতে হবে না।আপনার সহজেই ই-পাসপোর্ট আবেদন করতে পারবেন।


আপনাদের সুবিধার জন্য নতুন পাসপোর্র বানাতে কি কি লাগে সেটি নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো-


১. পাসপোর্ট আবেদন ফরম বা ডি.আই.পি ফরম-১ ডাউনলোড করে  ২ কপি প্রিন্ট করুন। ফরম দুইটি নির্ভূলভাবে পূরণ করতে হবে।

২. ফরমের ৪র্থ পৃষ্ঠায় একজন সরকারী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে।

৩. পূরণকৃত ফরমে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগাতে হবে।

বি:দ্র আবেদনকারী ১৮ বছরের কম অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক হলে বাবা ও মায়ের স্টাম্প সাইজের দুই কপি করে সঙ্গিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে। ছবি লাগানোর পর তা সত্যায়িত করতে হবে।

৪. জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনপত্রের দুই কপি ছবি সত্যায়িত করে নিতে হবে।

৫. ইঞ্জিনিয়ার, ডাক্তার, গাড়ি চালক অথবা অন্যান্য কারিগরী পেশার জড়িতদের ক্ষেত্রে পেশাগত সনদপত্র সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।

৬. অফিসিয়াল পাসপোর্ট আবেদন করার জন্য আদেশ তথা গভ. অর্ডার বা পিও সংযুক্ত করতে হবে।

৭. অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তাগণের ক্ষেত্রে পেনশবুকের ফটোকপি প্রদান করলে সাধারণ ফিতে জরুরী সেবা পাবন।


উপরের পাসপোর্ট করতে কি কি লাগে সে ডকুমেন্টসগুলো তুলে ধরা হয়েছে। আশা করি আপনার যখন পাসপোর্ট করতে যাবেনে এ সকল ডকুমেন্টস সাথে নিয়ে গেলে আপনার আপনাদের পাসপোর্ট করে নিতে পারেবেন। আরো নিস্তারিত জানতে পড়ুন



স্টুডেন্ট পাসপোর্ট করতে কি কি লাগে


ছাত্রদের পাসপোর্ট আবেদনের জন্য যে সকল প্রয়োজনীয় কাগপত্র লাগে

১. শিক্ষ প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র।

২. স্টুডেন্ট আই ডি কার্ড।


সরকারী চাকুরীজীবীদের পাসপোর্ট করতে কি কি লাগে


সরকারী চাকুরীজীবীদের পাসপোর্ট আবেদনের জন্য যে সকল প্রয়োজনীয় কাগপত্র লাগে-

১. জিও অথবা এস ও সি।

২. পেনশন বুক বা পি আর এল এর অর্ডার (অবসর প্রপ্তদের ক্ষেত্রে)।


পাসপোর্ট করতে কি কি লাগে


পাসপোর্ট আবেদনের জন্য খুব বেশি কাগজপত্রের দরকার হয় না এবং সত্যায়িত করানোর ও প্রয়োজন হয় না। পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র যা লাগে সেগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো-


১. অনলাইনে আবেদনের সারসংক্ষেপ বা সামারী ।

২. আবেদনর কপি।

৩. জাতীয় পরিচয়পত্র/ অনলাইন জন্ম নিবন্ধন সনদ।

৪. ঠিকানার প্রমাণপত্র/ইউটিলিটি বিলের কপি অথবা কারেন্ট বিলোর কপি।

৫. পূর্ববর্তী পাসপোর্টের ফটোকপি ও অরিজিনাল পাসপোর্ট (প্রযোজ্য ক্ষেত্রে)।

৬. পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপি (শিমুদের ক্ষেত্রে আবশ্যিক)।

৭. পেশাগত সনদের ফটোকপি বা চাকুরীর আইডি কার্ড (পেশাজীবীদের ক্ষেত্রে - যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী)।

৮. নাগরিক সনদ/চেয়ারম্যান সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)।


পাসপোর্টের টাকা জমা দেয়ার জন্য কি কি লাগবে



১. পাসপোর্ট এর পৃষ্ঠা সংখ্যা এবং মোয়াদ।

২. পাসপোর্টে ডেলিভারির ধরন সাধারণ বা জরুরী।

৩. জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন এর নম্বর পাসপোর্ট।

৪. আবেদন অনুসারে আপনার নাম।

৫. পাসপোর্ট অনুসারে অনুসারে ঠিকানা।

৬. পাসপোর্ট আবেদন করার সময় যে মোবাইল নাম্বার ‍দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার।

বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায়


কোন ব্যাংক এর মাধ্যমে টাকা পেমন্ট করা যায়


১. ফর্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

২. এবি ব্যাংক।

৩. অগ্রণী ব্যাংক লিমিটেড।

৪. সাউথইস্ট ব্যাংক।

৫. সাউথইস্ট ব্যাংক।

৬. ইস্টার্ন ব্যাংক।

৭. ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।

৮. বাংলাদেশ কমার্স ব্যাংক।

৯. ব্র্যাক ব্যাংক।

১০. ওয়ান ব্যাংক।

১১. ওয়ান ব্যাংক।

১২. সোনালী ব্যাংক।

১৩. মিডল্যান্ড ব্যাংক।

১৪. এসআরবি কমার্শিয়াল ব্যাংক।


উপরের ব্যাংকের মাধ্যমে আপনারা টাকা অনলাইনে অথবা অফলাইনে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন।


পাসপোর্ট করতে কত টাকা লাগে

 ৫ বছর ময়াদি পারপোর্ট করতে কত টাকা লাগে 


দশ বাছর মিয়াদে ৪৮ পেজের ৫ বছরের পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে তা নিচে বিস্তারিত আলোচ না করা হলো-


১. ৫ পাঁচ বছর মোয়াদে ৪৮ পেজের পাসপোর্ট রেগুলার ফি ৪,০২৫ টাকা যা ২১ দিনে ডেলিভারি দিবে।

২. এক্সপ্রেস পাসপোর্ট ফি ৬,৩২৫ টাকা ১০ দিনে ডেলিভারি পাবেন।

৩. সুপার এক্সপ্রেস ফি ৮৬২৫ টাকা যা ২ দিনে ডেলিভারি দেয়। 


ভিসা সম্পর্কে জানতে

 

 10 বছর ময়াদি পারপোর্ট করতে কত টাকা লাগে 


দশ বাছর মিয়াদে ৪৮ পেজের ১০ বছরের পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে তা নিচে বিস্তারিত আলোচ না করা হলো- 


১. ৫ পাঁচ বছর মোয়াদে ৪৮ পেজের পাসপোর্ট রেগুলার ফি ৫,৭৫০ টাকা যা ২১ দিনে ডেলিভারি দিবে।

২. এক্সপ্রেস পাসপোর্ট ফি ৮০৫০ টাকা ১০ দিনে ডেলিভারি পাবেন।

৩. সুপার এক্সপ্রেস ফি ১০,৩৫০ টাকা যা ২ দিনে ডেলিভারি দেয়।  


১০ বছর ময়াদি পারপোর্ট করতে কত টাকা লাগে 


দশ বাছর মিয়াদে ৬৪ পেজের পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে তা নিচে বিস্তারিত আলোচ না করা হলো-


১. ৫ পাঁচ বছর মোয়াদে ৬৪ পেজের পাসপোর্ট রেগুলার ফি ৮,০৫০ টাকা যা ২১ দিনে ডেলিভারি দিবে।


২. এক্সপ্রেস পাসপোর্ট ফি ১০,৩৫০ টাকা ১০ দিনে ডেলিভারি পাবেন।

৩. সুপার এক্সপ্রেস ফি ১৩,৮০০ টাকা যা ১০ দিনে ডেলিভারি দেয়।  


 5 বছর মেয়াদি পারপোর্ট করতে কত টাকা লাগে 


দশ বাছর মিয়াদে ৬৪ পেজের পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে তা নিচে বিস্তারিত আলোচ না করা হলো- 


১. ৫ পাঁচ বছর মোয়াদে ৬৪ পেজের পাসপোর্ট রেগুলার ফি ৬,৩২৫ টাকা যা ২১ দিনে ডেলিভারি দিবে।

২. এক্সপ্রেস পাসপোর্ট ফি ৮,৬২৫ টাকা ১০ দিনে ডেলিভারি পাবেন।

৩. সুপার এক্সপ্রেস ফি ১২,৭৫ টাকা যা ২ দিনে ডেলিভারি দেয়। 

পাসপোর্ট  সংক্রান্ত তথ্য জানতে ক্লিক করুন?

আরো পড়ুন


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post